সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০৮:২০ পূর্বাহ্ন
ফুলছড়ি প্রতিনিধিঃ ফুলছড়িতে স্বচ্ছতা ও জবাবদিহিতাই পারে দুর্নীতি প্রতিরোধ করতে বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বেসরকারি সংস্থা গণ উন্নয়ন কেন্দ্রের সীডস্ প্রকল্পের আয়োজনে গতকাল উপজেলার নাপিতের হাট সরকারি প্রাথমিক বিদ্যালয় সম্মেলন কক্ষে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিতর্ক প্রতিযোগিতায় মডারেটর হিসেবে ছিলেন উপজেলা সহকারী প্রোগ্রামার কাজল মিয়া। বিচারক হিসেবে ছিলেন ফুলছড়ি উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ আলম যাদু, নাপিতের হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপ্না বেগম, গণ উন্নয়ন কেন্দ্রের কো অর্ডিনেটর আল ফারুক সরকার মুরাদ। প্রতিযোগিতায় বিপক্ষ দল বিজয়ী হয়। শেষে বিজয়ী ও বিজীত দুপক্ষের মাঝে পরুস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।