মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩, ০৯:৪৪ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ নিত্যপণ্য ও গ্যাসের দাম কমানোসহ ১০ দফা দাবিতে ফুলছড়ি উপজেলার সাতটি ইউনিয়নে পদযাত্রা কর্মসূচি পালন করেছে বিএনপি। গতকাল শনিবার বিকেলে ফুলছড়ি উপজেলা সদর কালিরবাজারে উদাখালী ইউনিয়ন বিএনপির উদ্যোগে পদযাত্রা বের করা হলে পুলিশ তাতে বাধা দেয়। তখন নেতাকর্মীরা দলীয় কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে এক সমাবেশ করে। সমাবেশে বক্তব্য রাখেন ফুলছড়ি উপজেলা বিএনপির আহবায়ক সাদেকুল ইসলাম নান্নু, জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ, উপজেলা যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক রবিন হাসান খাজা, উদাখালী ইউনিয়ন বিএনপির সভাপতি এনামুল হক, সহ-সভাপতি মধু মিয়া, সাধারণ সম্পাদক আনিছুর রহমান, সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান, উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম, উদাখালী ইউনিয়ন যুবদলের আহবায়ক জাহিদুল ইসলাম, সদস্য সচিব তিতাস মিয়া, সাবেক ছাত্রদল নেতা ইকবাল হোসেন, উদাখালী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রায়হান কবির রুবেল, সাধারণ সম্পাদক রাইহান মাহমুদ রাহুল, ইয়াছিন আলী প্রমুখ।