সোমবার, ০৫ জুন ২০২৩, ০৫:০৭ পূর্বাহ্ন
ফুলছড়ি প্রতিনিধিঃ ফুলছড়িতে বন্যা কবলিতদের মাঝে গাইবান্ধা জেলা পুলিশ ও বুয়েট ৯০ ব্যাচের সহায়তায় ত্রাণ বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার উপজেলার কঞ্চিপাড়া ডিগ্রী কলেজ মাঠে বুয়েট ৯০ ব্যাচ ও গাইবান্ধা জেলা পুলিশের আর্থিক সহায়তায় এবং এসএসসি ২০১৩ ব্যাচের শিক্ষার্থীদের নিয়ে গড়ে ওঠা স্বেচ্ছাসেবী সংগঠণ মৈত্রেয় এর উদ্যোগে কঞ্চিপাড়া ইউনিয়নের ভাষারপাড়া ও রসুলপুর গ্রামের বন্যা কবলিত ২ শতাধিক পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী (চাল, আলু, ডাল, পেঁয়াজ, লবন, ও তেল) বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বন্যা কবলিত দরিদ্র মানুষের মাঝে ত্রাণ বিতরণের উদ্বোধন করেন গাইবান্ধার পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন ফুলছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) কাওছার আলী, গাইবান্ধা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খাঁন মোঃ শাহরিয়ার, ফুলছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) তাজুল ইসলাম, কঞ্চিপাড়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ এ.টি.এম রাশেদুজ্জামান রোকন, কঞ্চিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লিটন মিয়া, মৈত্রেয় সংগঠনের সুস্মিতা মজুমদার, আসিফ রেজা, নুরে আলম সিদ্দিকী, সৈকত, তিথী, গালিব, রিদিম, মিম প্রমুখ।