রবিবার, ০১ অক্টোবর ২০২৩, ১২:৩৮ অপরাহ্ন

ফুলছড়িতে নৌকা থেকে লাফ দিয়ে প্রাণ গেল কিশোরের

ফুলছড়িতে নৌকা থেকে লাফ দিয়ে প্রাণ গেল কিশোরের

স্টাফ রিপোর্টারঃ ফুলছড়ি উপজেলায় নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মোস্তাকিস শাহরিয়ার শুভ (১৭) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে।
গতকাল শনিবার দুপুরের দিকে উপজেলার গজারিয়া ইউনিয়নের বাউসি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শুভ ওই গ্রামের সাইফুর রহমান সবুজের ছেলে। শিক্ষাজীবনে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত পেয়েছিল এই কিশোর।
স্বজনরা জানায়, ওই সময় মোস্তাকিস শাহরিয়ার শুভ বাড়ির সামনের বেড়িবাঁধ সংলগ্ন ব্রহ্মপুত্র নদে গোসল করতে যায়। এসময় একটি নৌকায় চড়ে নদীতে লাফ দিয়ে নিখোঁজ হয়। পরবর্তীতে স্থানীয়রা খোঁজাখুঁজি করে ওই কিশোরের মরদেহ উদ্ধার করে।
গজারিয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) ৯নং ওয়ার্ড সদস্য আকবর হোসেন বলেন, গোসল করতে গিয়ে ওইস্থানে শাহরিয়ার দীপ নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। এই ছেলেটি অত্যান্ত মেধাবী ছিল। ঘটনা খুবই দুঃখজনক।

 

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com