রবিবার, ২৬ মার্চ ২০২৩, ০২:২৮ অপরাহ্ন
ফুলছড়ি প্রতিনিধিঃ ফুলছড়িতে নদী ভাঙন থেকে শিক্ষা প্রতিষ্ঠান, বসতবাড়ি, আবাদি জমি সহ গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষার দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। গতকাল বুধবার সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত উপজেলার উড়িয়া ইউনিয়নের মধ্য উড়িয়া গ্রামে ভাঙন কবলিত নদীর তীরে শিশু নারী-পুরুষ, বৃদ্ধসহ কয়েক শতাধিক মানুষ সমবেত হয়ে মানববন্ধনে অংশ নেন।
মানববন্ধনে অংশগ্রহনকারীদের দাবীর সাথে একত্বতা ঘোষণা করে বক্তব্য রাখেন ফুলছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান জিএম সেলিম পারভেজ, প্রভাষক গোলাম মোস্তফা কামাল পাশা, আলী আজম, জোনাব আলী, শাহ জামাল বাবু প্রমুখ।