রবিবার, ০১ অক্টোবর ২০২৩, ১২:১৭ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ ফুলছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ডাকাতের কাজে ব্যবহৃত অস্ত্র উদ্ধার করা হয়। গতকাল রোববার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন পুলিশ সুপার কামাল হোসেন।
গ্রেপ্তারকৃতরা হলেন, আলমগীর শেখ (৩০), মাসুম শেখ (৩৬), তারা মিয়া (৩৮), আঃ মালেক (৩৫), হাসান আলী শেখ (৩৮) ও রহমত আলী (৫৫)। তাঁরা ফুলছড়ি উপজেলার বাসিন্দা।
গাইবান্ধা পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ সুপার বলেন, একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন খবরে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালায়। গতকাল ভোর সাড়ে ৪টায় উপজেলার খোলাবাড়ি গ্রামের বাংলা বাজার থেকে ছয়জনকে আটক করে। এ সময় তাঁদের কাছ থেকে একটি দেশীয় বন্দুক, ৫ রাউন্ড তাজা গুলিসহ দুটি ড্যাগার জব্দ করা হয়।