শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৫৬ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ ফুলছড়ি উপজেলার উদাখালী ইউনিয়নের সারিয়াকান্দি গ্রামে গতকাল গাছ থেকে জাম পাড়তে গিয়ে পিছলে পড়ে মাহাবুর রহমান (৪৭) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। মাহাবুর রহমান ওই গ্রামের আব্দুস সোবহানের ছেলে। স্থানীয়রা জানায়, দুপুরে মাহাবুর রহমান তার বাড়ির পার্শ্বে গাছ থেকে জাম পাড়ার জন্য গাছে ওঠে। হঠাৎ গাছ থেকে পা পিছলে নিচে টিউবওয়েলের পাকায় পড়ে। এসময় তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে গাইবান্ধা জেলা হাসপাতালে নেয়ার পথে মাহাবুর রহমানের মৃত্যু হয়।