সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০৬:৫৯ অপরাহ্ন
ফুলছড়ি প্রতিনিধিঃ ফুলছড়িতে তিনটি উন্নয়ন মূলক কাজের উদ্বোধন করেছেন গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) আসনের সংসদ সদস্য মাহমুদ হাসান রিপন।
গতকাল সোমবার সকালে প্রধান অতিথি হিসেবে উপজেলার উদাখালী ইউনিয়নের পূর্ব ছালুয়া এলাকায় ঘুর্ণিঝড় আম্পান ও বন্যায় ক্ষতিগ্রস্ত পল্লী সড়ক অবকাঠামো পূনর্বাসন প্রকল্পের আওতায় ২ কোটি ২৪ লক্ষ টাকা ব্যয়ে পাবমারী খালের উপর ২৪ মিটার দৈর্ঘ্য আরসিসি গার্ডার ব্রিজ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন গাইবান্ধা-৫ আসনের সাংসদ মাহমুদ হাসান রিপন। এসময় উপস্থিত ছিলেন ফুলছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান জি এম সেলিম পারভেজ, ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আনিসুর রহমান, এলজিইডি গাইবান্ধার নির্বাহী প্রকৌশলী মোঃ ছাবিউল ইসলাম, গাইবান্ধা জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ এ্যাডভোকেট নুরুল আমিন, ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রজব আলী, উপজেলা প্রকৌশলী রফিকুল ইসলাম, ঠিকাদার রাশেদ খান মেনন, আব্দুল কাদের ভূঁইয়া আকাশ প্রমুখ। এরপর সাংসদ মাহমুদ হাসান রিপন ফুলছড়ি উপজেলা সদর এলাকায় ৩ কোটি ৫৫ লক্ষ টাকা ব্যয়ে কালিরবাজার হতে মদনেরপাড়া পর্যন্ত পাকা রাস্তার মেরামত কাজের উদ্বোধন করেন।
দুপুরে উপজেলার চন্দিয়া মহিলা কলেজের নবনির্মিত চারতলা একাডেমিক ভবনের উদ্বোধন করেন এবং ওই কলেজ মাঠে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্পের আওতায় বিশেষ উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাংসদ মাহমুদ হাসান রিপন। চন্দিয়া মহিলা কলেজের অধ্যক্ষ মোসাদ্দেকুল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জি এম সেলিম পারভেজ, মহিলা ভাইস-চেয়ারম্যান আঞ্জুমনোয়ারা বেগম মেরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আনিসুর রহমান, কঞ্চিপাড়া ইউপি চেয়ারম্যান সোহেল রানা শালু, বীর মুক্তিযোদ্ধা আজহারুল ইসলাম বাবলু, কলেজের শিক্ষক সাইফুল ইসলাম, মাইনুর ইসলাম, সিরাজুল ইসলাম প্রমুখ।