সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০৯:১০ পূর্বাহ্ন
ফুলছড়ি প্রতিনিধি: ফুলছড়িতে গণসংযোগ করেছেন গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী ছাত্রলীগের সাবেক সভাপতি মাহমুদ হাসান রিপন। গতকাল দিনব্যাপী তিনি উপজেলার উদাখালী ও কঞ্চিপাড়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে গণসংযোগ করেন। গণসংযোগকালে মাহমুদ হাসান রিপন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকার ভোট দেওয়ার কোন বিকল্প নাই। এসময় তিনি বর্তমান সরকারের উন্নয়ন কর্মকা- তুলে ধরেন।
এসময় উপস্থিত ছিলেন, ফুলছড়ি উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান জি এম সেলিম পারভেজ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট নুরুল আমিন, সাংগঠনিক সম্পাদক সুমন মিয়া, ফুলছড়ি উপজেলা যুবলীগের সভাপতি ও ফুলছড়ি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান, জাহাঙ্গীর আলম, সোহেল রানা শালু, শহিদুল ইসলাম, আবুল কালাম আজাদ, ডাঃ জীবন কৃষ্ণ দাশ, মামুন মিয়া প্রমুখ।