শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩, ০৯:০৬ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ গত বুধবার দুপুরের পর বন্ধ হওয়া গাইবান্ধা-৫ আসনের উপ-নির্বাচন সুষ্ঠু ও স্বাভাবিকভাবে হচ্ছিল দাবি করে বিক্ষোভ করেছেন স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা।
গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় ফুলছড়ি উপজেলা পরিষদের সামনের রাস্তায় টায়ার জ্বালিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিয়ে বিক্ষোভ করেন ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা।
এসময় ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি জি এম সেলিম পারভেজ বলেন, নির্বাচন কমিশনের এমন সিদ্ধান্তে আমরা ফুলছড়ি-সাঘাটাবাসি হতভম্ব। আমরা এর আগেও অনেক নির্বাচন দেখেছি। এবারের মতো সুষ্ঠু নির্বাচন কখনো হয়নি। জাতীয় পার্টি, জামায়াত-বিএনপির লোকেরা স্বতন্ত্র প্রার্থীর হয়ে আওয়ামী লীগের প্রার্থী মাহমুদ হাসান রিপনের ছবি সংবলিত গেঞ্জি গায়ে দিয়ে নাশকতা করেছে। আমি নির্বাচন কমিশনারকে বলতে চাই, আপনি তদন্ত করেন। ঢাকায় থেকে দেখলেন, কাদের দেখলেন সেটা জাতীর সামনে তুলে ধরুন।
ফুলছড়ি উপজেলা যুবলীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান হাবিবুর রহমান বলেন, যে ৫১ কেন্দ্রে ঝামেলা হয়েছে সেগুলোর ভোট বন্ধ হবে সেটা স্বাভাবিক। কিন্তু বাকি ৯৪টি কেন্দ্রের ফলাফল দেওয়া হোক।
পরে বিক্ষোভকারীরা উপজেলা নির্বাচন অফিস ঘেরাও করে বিক্ষোভ করেন।