মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩, ০৯:৪১ অপরাহ্ন
ফুলছড়ি প্রতিনিধিঃ ফুলছড়িতে উদাখালী ইউনিয়ন আওয়ামী লীগের তৃণমূল কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।
গতকাল রোববার উদাখালী ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে ফুলছড়ি উপজেলা পরিষদের বঙ্গবন্ধু ভাস্কর্য চত্বরে তৃণমূল কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান জিএম সেলিম পারভেজ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারজানা রাব্বী বুবলী। উদাখালী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা হোসেন আলীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক হইবর রহমান হবুর সঞ্চালনায় কর্মী সম্মেলনে বক্তব্য রাখেন সাঘাটা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসিরুল আলম স্বপন, ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অশ্বনী কুমার বর্মন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদ হাসান সুজা, ফুলছড়ি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি হাবিবুর রহমান, ফুলছড়ি ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুল গফুর মন্ডল, কঞ্চিপাড়া ইউপি’র সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আজহারুল ইসলাম বাবলু, এ.টি.এম রাশেদুজ্জামান রোকন, শহিদুল ইসলাম প্রমুখ। শেষে উদাখালী ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি বিলুপ্ত ঘোষণা এবং নতুন সদস্য সংগ্রহ অভিযানের উদ্বোধন করা হয়।