সোমবার, ২৯ মে ২০২৩, ০১:১৬ পূর্বাহ্ন
সাদুল্লাপুর প্রতিনিধিঃ বাংলাদেশ কৃষকলীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট উম্মে কুলসুম এমপি বলেছেন, বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে প্রতিটি সেক্টর উন্নয়ন মডলে পরিনত হয়েছে। এরই ধারাবাহিকতায় দেশের বিভিন্ন স্থানে দুর্যোগ মোকাবিলায় ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশনও স্থাপন করা হয়েছে। এ ডিফেন্সের কর্মীরা যে কোনো প্রাকৃতিক দূর্যোগসহ অন্যান্য ঘটনা মোকাবিলায় সক্ষমতা অর্জন করেছে।
গতকাল সাদুল্লাপুর ফায়ার সার্ভিস স্টেশন উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সাদুল্লাপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ নবীনেওয়াজ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক এনামুল হক ও উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যক্ষ জাকারিয়া খন্দকার প্রমূখ ।