বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০১:১৭ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উপলক্ষে গত সোমবার গাইবান্ধা রেল স্টেশন চত্বরে এক অগ্নি নির্বাপন মহড়া অনুষ্ঠিত হয়। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স গাইবান্ধার উদ্যোগে আগুনের ক্ষয়ক্ষতি রোধে এবং অগ্নি নির্বাপক সম্পর্কে জনসাধারণকে ধারণা দিতে এই সচেতনতামূলক নির্বাপন মহড়া অনুষ্ঠিত হয়।
এসময় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স গাইবান্ধা শাখার উপ-পরিচালক মোঃ আমিনুল ইসলাম সরকার, গাইবান্ধা রেলওয়ে স্টেশন মাস্টার আবুল কাশেম, গাইবান্ধা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মহিদুল ইসলাম, গাইবান্ধা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু জাফর সাবু সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এসময় রেলওয়ে স্টেশনে অপেক্ষমান যাত্রী এবং ফায়ার সার্ভিসের লোকজন, জিআরপি পুলিশ, রেলওয়ে স্টেশন কর্মকর্তা-কর্মচারি সহ আশেপাশের ব্যবসা প্রতিষ্ঠানের লোকজন উপস্থিত ছিলেন।
এসময় ফায়ার সার্ভিসের কর্মীরা পেট্টোলের আগুন, রান্নার গ্যাস সিলিন্ডারের আগুন নেভানো, অগ্নিনির্বাপন স্টিংগুইসার ব্যবহার প্রদর্শন করা হয়।