শনিবার, ১০ জুন ২০২৩, ০৮:৫০ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ পবিত্র রমজানুল মোবারক উপলক্ষে প্রেসক্লাব গাইবান্ধার পক্ষ থেকে ইফতার ও বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
গতকাল শুক্রবার গাইবান্ধা শহরের সার্কুলার রোডের বিসমিল্লাহ চাইনিজ এন্ড রেস্টুরেন্টে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় প্রেসক্লাব গাইবান্ধার সভাপতি মোঃ খালেদ হোসেনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধার পৌর সভার মেয়র মোঃ মতলুবর রহমান। বিশেষ অতিথী ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট রবিউল ইসলাম, সদর উপজেলা আ.লীগের সভাপতি রেজাউল করিম রেজা, সাধারণ সম্পাদক মৃদুল মোস্তাফিজ ঝন্টু, পৌরসভা ৬ নং ওর্যাডের কাউন্সিলর প্যানেল মেয়র শহিদ আহমেদ, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) ওয়াহেদুজ্জামান। এছাড়া আমন্ত্রিত অথিতিরাসহ প্রেসক্লাব গাইবান্ধার সকল সদস্যরা উপস্থিত ছিলেন।
ইফতারের আগে মোনাজাত অনুষ্ঠিত হয়। মিলাদ পরিচালনা করেন সাংবাদিক সালাম আশেকী। মোনাজাতে দেশ-জাতির কল্যাণ, বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া করেন। এ সময় প্রেসক্লাব গাইবান্ধার কল্যাণ ও উন্নতি কামনা করা হয়।