শুক্রবার, ০২ জুন ২০২৩, ১০:০৮ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ প্রেমের ফাঁদে ফেলে সাদুল্যাপুর উপজেলার কামারপাড়া ইউনিয়নের পূর্ব কেশালী ডাঙ্গা গ্রামের ১৬ বছরের প্রান্তিক কুমার সরকার কিশোরী কন্যা (১৬) কে ধর্ষণের অভিযোগে কিশোরীর পিতা দুলাল চন্দ্র প্রামানিক বাদি হয়ে গত বুধবার রাতে সাদুল্যাপুর থানায় ধর্ষণ মামলা দায়ের করে। মামলা দায়ের সঙ্গে সঙ্গেই ওই রাতেই সাদুল্যাপুর পুলিশ অভিযান চালিয়ে একই উপজেলার কামারপাড়া থেকে ধর্ষককে গ্রেফতার করে। ধর্ষক প্রান্তিক কুমার সরকার সুন্দরগঞ্জ উপজেলার সুন্দরজান সতিরজান গ্রামের পরিতোষ চন্দ্র সরকারের পুত্র।
মামলা সুত্রে জানা গেছে, প্রান্তিক কুমার সরকার ওই মেয়ের পার্শ্ববর্তী তার কাকাতো বোনের বাড়ি বেড়াতে এলে কিশোরীর সাথে পরিচয় হয়। এই পরিচয়ের সুত্র ধরে প্রান্তিক কুমার সরকার মোবাইল ফোনে যোগাযোগ অব্যাহত রাখে এবং কিশোরীকে প্রেমের ফাঁদে ফেলে বিয়ে করার আশ্বাস দেয়। একপর্যায়ে গত ১০ আগস্ট রাতে কিশোরীর ঘরে ঢুকে বিয়ের করার মিথ্যা প্রলোভনে তাকে ধর্ষণ করে। পরবর্তীতে ধর্ষক প্রান্তিক কিশোরীর সাথে সবরকম যোগাযোগ বন্ধ করে দেয় এবং তার সাথে সম্পর্ক রাখতে ও বিবাহ করতে অস্বীকৃতি জানায়। ধর্ষণের বিষয়টি ব্যাপকভাবে ছড়িয়ে পড়লে মেয়ের পিতা বাধ্য হয়ে ধর্ষণ মামলা দায়ের করে।