শুক্রবার, ০২ জুন ২০২৩, ১১:১৯ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ প্রাথমিক শিক্ষা শতভাগ নিশ্চিত কল্পে গাইবান্ধায় প্রাথমিক বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়নে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে । এই কর্মসূচির আওতায় সদর উপজেলার , নারায়নপুর সুখনগর সরকাাির প্রাথমিক বিদ্যালয় , পশ্চিম গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পূর্ব গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবন নির্মান করা হয়েছে । ৪ তলা ভিতসহ এই ১ তলা ভবন নিমার্ণে ২ কোটি ২৪ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে । এই প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতল ভবনে ৪ টি শ্রেণীকক্ষ সহ অফিসরুম ও ওয়াশ ব্লক রয়েছে । এই নতুন একাডেমিক ভবন নিমার্ণের ফলে মান সম্মত শিক্ষা বাস্তবায়ন ও উন্নত পরিবেশে লেখাপড়ার সুযোগ তৈরী হয়েছে । গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি পশ্চিম গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় নতুন একাডেমিক ভবনের আনুষ্ঠিকভাবে উদ্বোধন করেন । এসময় জেলা আ.লীগের সাংগাঠনিক সম্পাদক মৃদুল মোস্তাফি ঝন্টু , উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রসুন কুমার , এলজিইডির সদর উপজেলার সিনিয়র প্রকৌশলী আবুল কালাম আজাদ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার গোলেনুর রহমান, সাবেক কমিশনার শহিদুর ইসলাম, বীর মুক্তিযোদ্ধা ময়নুল হক রাজা, বোয়ালি ইউনিয়ন আ.লীগের সভাপতি মোঃ আব্দুল মতিন সহ ম্যানেজিং কমিটির নেতৃবৃন্দও আ.লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।
হুইপ বলেন, স্কুলের ভৌত অবকাঠামো দেখে মানুষ ভাবতো আগে বিদ্যালয়ের জরার্জীণ টিনশেড ঘরে শিক্ষার্থীরা পড়াশুনা করতে কতইনা কষ্ট করতো কিন্তু নতুন একাডেমিক ভবন নির্মাণ হওয়ার পর শিক্ষার্থীরা নতুন পরিবেশ পেয়েছে । এখন বিদ্যালয়ের পরিবেশটা ও ভৌত অবকাঠামোর উন্নয়ন হয়েছে। ফলে বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপস্থিতির হার বৃদ্ধি পেয়েছে।