মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩, ০৯:২৩ অপরাহ্ন

প্রবীণ হৈতেষী সংঘের আলোচনা সভা

প্রবীণ হৈতেষী সংঘের আলোচনা সভা

স্টাফ রিপোর্টারঃ প্রবীণ হৈতেষী সংঘ গাইবান্ধা জেলা শাখার মৃত্যু বরণকারী সদস্যদের স্মৃতি চারণ উপলক্ষে গতকাল শনিবার সংগঠন কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রবীণ হৈতেষী সংঘ গাইবান্ধা জেলা শাখার আয়োজনে সাবেক অধ্যক্ষ আহসান হাবিবের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফরহাদ আব্দুল্লাহ হারুন বাবলু, প্রবীণ হৈতেষী সংঘের খায়রুজ্জামান, মোঃ ওয়াছিফ আলী, আলহাজ্ব আনিসুল হক দুলু, এনতাজ আলী, ফরহাদ হোসেন দুলু, অশ্বিনী কুমার সরকার, মদন হোসেন সরকার, ওসমান গণি, আব্দুল মান্নান প্রমুখ। শেষে সংগঠনের মৃত্যু বরণকারী সদস্যদের স্মরণে দোয়া করা হয়।

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com