সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ১০:০৯ পূর্বাহ্ন

প্রবাসীকর্মীর মেধাবী সন্তানদের মধ্যে শিক্ষাবৃত্তির চেক বিতরণ প্রদান

প্রবাসীকর্মীর মেধাবী সন্তানদের মধ্যে শিক্ষাবৃত্তির চেক বিতরণ প্রদান

স্টাফ রিপোর্টারঃ প্রবাসীকর্মীর মেধাবী সন্তানদের মাঝে এসএসসি সমমান/২১ ও এইচএসসি সমমান/২০ বিভিন্ন ক্যাটাগরিতে বাছাইকৃত শিক্ষার্থীদের মধ্যে গতকাল মঙ্গলবার জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের হলরুমে শিক্ষাবৃত্তির চেক বিতরণ করা হয়। শিক্ষা বৃত্তির চেক বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি গাইবান্ধা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ খলিলুর রহমান।
জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিফের সহকারি পরিচালক মোঃ নেশারুল হকের সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন গাইবান্ধা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ প্রকৌশলী আব্দুর রহিম, গাইবান্ধা জেলা তথ্য অফিসার কবির হোসেন, গাইবান্ধা প্রেসক্লাব সভাপতি কেএম রেজাউল হক, প্রবাসী ব্যাংকের ম্যানেজার আল আজম সর্দার প্রমুখ।
উল্লেখ্য, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো, প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে ১০ জন মেধাবী শিক্ষার্থীর মধ্যে মোট ৩ লাখ ১৪ হাজার টাকার চেক বিতরণ করা হয়।

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com