শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ০৯:২১ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ গাইবান্ধা জেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষ্যে গতকাল বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল বর্ণাঢ্য র্যালী, রচনা ও চিএাংকন প্রতিযোগিতা, আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। এ উপলক্ষ্যে জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক দেওয়ান মওদুদ, অতিরিক্ত পুলিশ সুপার ইব্রাহিম হোসেন, প্রেসক্লাবের সহ-সভাপতি অমিতাভ দাশ হিমন, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আবেদুর রহমান স্বপন, জেলা শিল্পকলা একাডেমির সাধারন সম্পাদক প্রমতোষ সাহা, অধ্যাপক জহুরুল কাইয়ুমসহ জেলা আ.লীগের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে- রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এই প্রতিযোগিতায় ৪ টি বিভাগে ১৫০ জন শিশু কিশোর অংশ নেয়।