শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ০৯:৩০ পূর্বাহ্ন
সাঘাটা প্রতিনিধিঃ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার এ্যাডঃ ফজলে রাব্বী মিয়া এম.পি বলেছেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার স্বপ্ন পুরণে জননেত্রী শেখ হাসিনা ডিজিটালের মাধ্যমে সোনার বাংলা বাস্তবায়ন করবেন ইনশাআল্লাহ। প্রধানমন্ত্রী শুধু বাংলাদেশের নেত্রী নন, বিশ্বের নেত্রী।
গতকাল শনিবার সাঘাটা উপজেলার ভরতখালী নতুন কুড়ি বিদ্যাপীঠ মাধ্যমিক বিদ্যালয় চত্বরে একনেক সভায় কাতলামারি, গোবিন্দী, হলদিয়ার জন্য নদী ভাঙ্গন রোধে স্থায়ী প্রকল্প বাস্তবায়নে প্রায় ৮শ’ কোটি টাকা অনুমোদন দেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন ও কৃতজ্ঞা এবং প্রকল্প অনুমোদনে অবদানের জন্য ডেপুটি স্পীকারকে সংবর্ধনা দেওয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নদী ভাঙ্গন প্রতিরোধ কমিটির আয়োজনে বোনারপাড়া সরকারী কলেজের ভাইস প্রিন্সিপাল ফারুকুল ইসলামের সভাপতিত্বে উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ মোখলেছুর রহমান, সাঘাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর কবির, উপজেলা নির্বাহী অফিসার মহিউদ্দিন জাহাঙ্গীর।
বক্তব্য রাখেন এস.কে.এস এর নির্বাহী প্রধান রাসেল আহম্মেদ লিটন, উপজেলা আওয়ামীলীগ ভারপ্রাপ্ত সভাপতি নাজমুল হুদা দুদু, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক নাছিরুল আলম স্বপন, মাওলানা মোঃ মহসীন আলী, মাহফুজ ফারুক প্রমুখ।