রবিবার, ২৬ মার্চ ২০২৩, ০৩:৩৯ অপরাহ্ন
পলাশবাড়ী প্রতিনিধিঃ প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সকল সেবা সঠিকভাবে সঠিক ব্যক্তিরা যাতে পায় সে ভাবে সকল কর্মকর্তা/কর্মচারী ও দলীয় নেতা-কর্মীদের সততার মধ্যে দিয়ে কাজ করতে হবে। গতকাল ২৮ ডিসেম্বর সকাল ১০টায় সাদুল্লাপুর উপজেলা হলরুমে আইন-শৃঙ্খলা মিটিং অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার রোকসানা বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৩১, গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ কৃষকলীগ সাধারণ সম্পাদক এ্যাডঃ উম্মে কুলসুম স্মৃতি। তিনি অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রয়োজনীয় বালুর চাহিদা মেটাতে বালু মহল করারও নির্দেশ প্রদান করেন। প্রধানমন্ত্রী বিনা মূল্যে ২৮ প্রকার ঔষধ সেবা চালু করেছেন। এই সেবা থেকে জনগণ যেন বঞ্চিত না হয় সেজন্য উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তার প্রতি নির্দেশ প্রদান করেন। এছাড়াও অবৈধ ইটভাটা বন্ধে মোবাইল কোর্ট পরিচালনার নির্দেশ প্রদান করেন। ইউনিয়ন পরিষদ নির্বাচনে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ প্রশাসনকে শক্তভাবে কাজ করার পরামর্শ প্রদান করেন। এসময় আরও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি (ভারপ্রাপ্ত) জাকারিয়া মন্ডল, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহরিয়ার খান বিপ্লব। এছাড়াও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ বক্তব্য রাখেন।