বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০৩:০৯ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার অ্যাডভোকেট মোঃ ফজলে রাব্বী মিয়া এমপি বলেছেন, করোনা ভাইরাসের কারণে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় এসব শিক্ষা প্রতিষ্ঠানে ভার্চুয়াল ক্লাস চালু রাখা হয়েছে । যাতে শিক্ষার্থীরা তাদের লেখাপড়া চালিয়ে যেতে পারেন। তিনি শিক্ষকদের উদ্দেশ্যে বলেন – কোন ভাবে এই ভার্চুয়াল ক্লাস বন্ধ করা যাবে না ।
তিনি বলেন – বঙ্গবন্ধু স্বপ্ন দেখেছিলেন প্রতিটি মানুষ শিক্ষা পাবে ,খাদ্য পাবে, আশ্রয় পাবে, চিকিৎসা পাবে উন্নত জীবনে অধিকারী হবে। বঙ্গবন্ধু’র সেই স্বপ্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাস্তবায়ন করছেন ।
তিনি গতকাল ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া হাইস্কুল মাঠে এক মতবিনিময় সভায় একথা বলেন । এসময় উপজেলা নির্বাহী অফিসার রায়হান কবীর দোলন, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান হাবিবুর রহমান, ফুলছড়ি উপজেলা আ.লীগের যুগ্ম সাধারন সম্পাদক শহীদুল ইসলাম, যুবলীগের সাধারন সম্পাদক রোকনোজ্জামান সহ অন্যান্য কর্মকর্তা ও আ.লীগ নের্তৃবৃন্দ
এদিকে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অধীনে ৭৫ লাখ টাকা ব্যয়ে ৪ তলা ভিত এক তলা নবনির্মিত ভবনের উদ্বোধন করেন ।