বুধবার, ২৯ মার্চ ২০২৩, ০৬:০৩ পূর্বাহ্ন
ভ্রামমান প্রতিনিধিঃ সাঘাটায় মুজিব বর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার গত (২০২০/২০২১) অর্থ বছরে ৮০ পরিবার ঘর পেয়ে গৃহহীন ও ভূমিহীনদের মধ্যে আনন্দের বন্যা বইছে। তারা আনন্দ-উচ্ছ্বাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানান।
এ বছরে সাঘাটা উপজেলায় আশ্রয়নের অধিকার শেখ হাসিনার উপহার আশ্রয়ন প্রকল্প ২০২১/২০২২ অর্থবছরে ১৫০ ঘরের অনুকূলে ৩ কোটি ৬০ লক্ষ টাকা বরাদ্দ হয়, দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অধীনে, উপজেলা প্রশাসন বাস্তবায়ন করছে। জুমারবাড়ী ইউনিয়নের বাদিনারপাড়া গ্রামে ঘর নির্মাণ কাজ সরেজমিনে পরিদর্শন করেন গাইবান্ধা জেলা অতিরিক্ত ম্যাজিস্ট্রেট রবিউল হাসান, সাঘাটা উপজেলা নির্বাহী অফিসার সরদার মোস্তফা শাহিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিঠুন কুন্ডু। এ সময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রবিউল হাসান নির্ধারিত সময়ের মধ্যে ঘর নির্মাণ কাজ সমাপ্তির জন্য পরামর্শ দেন এবং কাজের গুণগত মান পরীক্ষা করেন।
এদিকে, উপকার ভোগীরা জানান, নদী ভাঙ্গনে সবকিছু হারিয়ে, অন্যের বাড়িতে আশ্রয় নিয়ে অতি কষ্টে জীবন যাপন করছিলাম। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘর পেয়ে আমরা খুশি, আমরা প্রধানমন্ত্রীর জন্য দোয়া করি তার যেন আল্লাহ ভালো করেন।