বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০২:০৩ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ জীবন রক্ষাকারী ঔষধ হিসেবে এন্টিবায়োটিক গুরুতপূর্ন। এন্টিমাইক্রোবিয়াল ড্রাগ মানে জীবাণু নাশক বা জীবাণুর প্রজনন স্তব্ধকারী ঔষধ বা প্রতিরোধ হিসাবে ব্যবহার করা হয় তবে অপ্রয়োজনে এন্টিবায়োটিক ব্যবহার এন্টিবায়োটিকরোধী জীবাণু তৈরীতে সাহায্য করে যা মানব দেহে অত্যন্ত ক্ষতিকর হিসেবে চিহ্নিত। বিশে^ প্রতি বৎসর ৭ লক্ষ মানুষ মারা যায় এর অপব্যবহারে। আমাদের ঘরে ঘরে এই বিষয়ে সচেতন হতে হবে। ২০৪১ সালে উন্নত দেশের কাতারে আসতে এখন থেকেই আমাদেরকে এন্টিমাইক্রোবিয়াল রেজিস্টান্স প্রতিরোধ গড়ে তুলতে হবে। উপরোক্ত কথা গুলো বলেন গাইবান্ধা সিভিল সার্জন ডাঃ মোঃ আব্দুল্লাহেল মাফি।
শহরের প্রধান প্রধান সড়কে র্যলিটি প্রদক্ষিণ করে জেলা সিভিল সার্জনের কার্যালয়ের সভা কক্ষে শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখেন ঔষধ প্রশাসন অধিদপ্তর গাইবান্ধা সহকারি পরিচালক শিকদার কামরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা সদরের ডাঃ মোঃ নাজমুস সাকিব, ডাঃ মোঃ রশিদুল ইসলাম, আমিরুল ইসলাম, আলহাজ্ব আঃ রশিদ, সাইফুল ইসলাম, খন্দকার রবিউল ইসলাম, শাহাদত হোসেন সাগর, জাহাঙ্গীর আলম, সাজু মিয়া প্রমুখ।