সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০৭:৩৭ অপরাহ্ন

প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, সমাজের আশির্বাদ -ডেপুটি স্পীকার

প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, সমাজের আশির্বাদ -ডেপুটি স্পীকার

সাঘাটা প্রতিনিধিঃ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার এ্যাডঃ ফজলে রাব্বী মিয়া এম.পি প্রতিবন্ধী অভিভাবকদের উদ্দেশ্যে বলেন- প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, সমাজের আশির্বাদ। প্রতিবন্ধীদের অভিশাপ মনে করবেন না। যাদের পরিবারে প্রতিবন্ধী রয়েছে, তাদের প্রতি আল্লাহর রহমত থাকে।
সাঘাটা উপজেলা প্রশাসন এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র গাইবান্ধার উদ্যোগে গতকাল উপজেলা পরিষদ চত্বরে মুজিব জন্ম শতবার্ষিকী উদ্যাপন উপলক্ষে ভ্রাম্যমান থেরাপী, চিকিৎসা সেবা ক্যাম্পেইন ও সহায়ক উপকরণ (হুইল চেয়ার) বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সাঘাটা উপজেলা নির্বাহী অফিসার মহিউদ্দিন জাহাঙ্গীরের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাঘাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর কবির।
বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী ছাবিউল ইসলাম, উপজেলা সমাজ সেবা অফিসার আবু সুফিয়ান, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা আখতার হোসেন, সাঘাটা থানা অফিসার ইনচার্জ বেলাল হোসেন, উপজেলা আওয়ামীলীগ ভারপ্রাপ্ত সভাপতি নাজমুল হুদা দুদু প্রমুখ।

 

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com