রবিবার, ২৬ মার্চ ২০২৩, ০৪:০৬ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অপপ্রচার ও সুষ্ঠু নির্বাচনের পক্ষে অন্তরায় সৃষ্টির লক্ষ্যে গাইবান্ধা পৌরসভার স্বতন্ত্র মেয়র প্রার্থী মোঃ মতলুবর রহমান (নারিকেল গাছ) এর বিরুদ্ধে নানা অপতৎরতা চলছে বলে অভিযোগ করা হয়েছে।
মেয়র প্রার্থী মোঃ মতলুবর রহমান গতকাল গাইবান্ধা প্রেসক্লাবে এসে তাৎক্ষণিক এক সংবাদ সম্মেলনে এক লিখিত অভিযোগে এ তথ্য জানান। তিনি বলেন গত ১৬ জানুয়ারীর গাইবান্ধা পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে তাঁর বক্তব্য বিকৃতভাবে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশ করে অপপ্রচার চালানো হচ্ছে। হঠাৎ করে গত সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বেশ কয়েকটি আইডি থেকে তাঁর বক্তব্য বিকৃত করে বিভ্রান্তি ছড়িয়ে ভাবমুর্তি ক্ষুণ এবং নির্বাচনে ক্ষতিগ্রস্ত করার অপপ্রয়াস চালাচ্ছে। একটি কুচক্রি মহল সুষ্ঠু নির্বাচন স¤পন্নের পথে বিঘœ সৃষ্টি করছে।
তিনি আরও বলেন, তার কর্মী সমর্থকদেরও নানাভাবে হয়রানী করা হচ্ছে। সুষ্ঠু, নিরাপদ, শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে তিনি এব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।