শনিবার, ১০ জুন ২০২৩, ০৮:১৪ অপরাহ্ন
সুন্দরগঞ্জ প্রতিনিধিঃ জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে সুন্দরগঞ্জ উপজেলায় এতিম, পথশিশু ও অসহায়দের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলার মদিনাতুল উলুম হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় এতিমদের মাঝে খাবার বিতরণ করেন উপজেলা পুষ্টি কমিটি। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নিবার্হী অফিসার মোহাম্মদ আল মারুফ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আবুল ফাত্তাহ, মেডিকেল অফিসার ডাক্তার বিশ্বেশ্বর চন্দ্র বর্মন, সাংসদ ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীর এপিএস নুর মোহাম্মদ রাফি, বেলকা মজিদ পাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান আকন্দ, দিদারুল ইসলাম, আইনুল প্রমুখ।