শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩, ১০:৫৯ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ ধর্ষণ ও যৌণ নিপীড়ণ মানবতার বিরদ্ধে অপরাধ, আসুন নারী ও কন্যার শিশুর প্রতি সহিংসতার বিরদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলি’ এই শ্লোগানকে সামনে রেখে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে বাংলাদেশ মহিলা পরিষদ গাইবান্ধা জেলা শাখার আয়োজনে গতকাল সোমবার সদর থানায় পুলিশ প্রশাসনের এক সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন গাইবান্ধা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজুর রহমান, বাংলাদেশ মহিলা পরিষদ জেলা শাখার সভাপতি মাহফুজা খানম মিতা, সাধারণ সম্পাদক রিকতু প্রসাদ, নিয়াজ আক্তার ইয়াসমিন, ওসি (তদন্ত ) মজিবর রহমান, এসআই জান্নাত প্রমূখ।
বক্তারা নারী ও কন্যা শিশুর প্রতি উত্ত্যক্তকরণ, যৌণ নিপীড়ণ, ধর্ষণ ও সহিংসতা প্রতিরোধে পুলিশ প্রশাসনের কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি জানান । পুলিশের পক্ষ থেকে কর্মকর্তারা জানান, এ বিষয়ে পুলিশ সর্বোচ্চ সহযোগিতা করবে।