শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩, ০৭:৪২ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ বিগত গাইবান্ধা পৌর নির্বাচনে পুলিশের উপর হামলা, গাড়ি ভাংচুর ও আগুন লাগানোর ঘটনায় জড়িত থাকার অপরাধে গ্রেফতার হওয়ায় পৌরসভার দুই কর্মচারিকে বরখাস্ত করা হয়েছে। বিষয়টি গোপন থাকলেও গতকাল বৃহস্পতিবার গণমাধ্যমের নজরে আসে। বরখাস্তকৃত দুই কর্মচারী হচ্ছে অফিস সহায়ক আইয়ুব আলী সবুজ ও আদায়কারি (বাজার) মোঃ সাইফুল ইসলাম।
পৌরসভা সূত্রে জানা গেছে, মোঃ সাইফুল ইসলাম ও মোঃ আইয়ুব আলী সবুজকে গত ১৫ মার্চ অফিস আদেশ (৬৩৩ ও ৬৩৪) মূলে সাময়িক বরখাস্ত করা হয়। এর আগে ওইদিন ১৯ জন আসামি জামিনের জন্য আদালতে হাজিরা দিলে বিচারক তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠায়।
এব্যাপারে ঢাকায় অবস্থানরত গাইবান্ধা পৌরসভার মেয়র মো. মতলুবর রহমানের সাথে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি ওই দুই কর্মচারিকে চাকরি বিধিমালা ১৯৯২ বিধি-৪৬ (৪) মোতাবেক সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে জানান।
উল্লেখ্য, গত ১৫ জানুয়ারি গাইবান্ধা পৌরসভা নির্বাচন শেষে শহরের পুর্বকোমরনই সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে পুলিশের উপর হামলা, ভাংচুর ও গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এনিয়ে গাইবান্ধা সদর থানায় দু’টি মামলা হয়েছে।