শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩, ১০:৪৪ অপরাহ্ন
গাইবান্ধা পুরাতন বাজারে কোন পরীক্ষা নিরীক্ষা ছাড়াই অস্বাস্থ্যকর পরিবেশে ময়লা ড্রেনের উপর প্রতিদিন জবহ করা হচ্ছে রোগাকান্ত গরু, ছাগল, ভেড়া। পশু রোগাকান্ত কিনা এসব পশু পৌরসভা থেকে পরীক্ষা নিরীক্ষা করার নিয়ম থাকলেও তারা কোন তদারকি করছেন না। শুধু তাই নয়, যদি কোন পশু রোগাকান্ত না থাকে তাহলে সেই পশু জবহ করে সেই পশুর মাংসের উপর পৌরসভার সীলমোহর দেয়ার কথা। কিন্তু এই কাজে দায়িত্ব নিয়োজিত পৌরসভার কর্মকর্তা দায়িত্ব পালন না করে সীলমোহর দেয়ার দায়িত্ব সঠিকভাবে পালন করছেন না। প্রশাসন দেখেও না দেখার ভান করছেন।