বুধবার, ২৯ মার্চ ২০২৩, ০৬:২৯ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ গত ২৭ জানুয়ারি র্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্পের একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রংপুর জেলার পীরগঞ্জ থানাধীন ১৪নং চত্রা ইউনিয়নের অর্ন্তগত চত্রা হাটস্থ ডাচ বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিং এর সামনে পাকা রাস্তার উপর থেকে অবৈধ মাদকদ্রব্য ৯৯০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী মোঃ মহিন উদ্দিন (৩০), পিতা-মোঃ হাফিজার রহমান, সাং- অনন্তপুর, থানা-পীরগঞ্জ, রংপুর’কে গ্রেফতার করেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সাথে তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। তার সাথে জড়িত অন্যান্য মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে। ধৃৃত আসামীর বিরুদ্ধে পীরগঞ্জ থানায় র্যাব বাদী হয়ে একটি মাদক মামলা রুজু করেছে এবং আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।