সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০৬:২৫ অপরাহ্ন

পাবলিক লাইব্রেরীর সংস্কারকৃত মিলনায়তন উদ্বোধন

পাবলিক লাইব্রেরীর সংস্কারকৃত মিলনায়তন উদ্বোধন

স্টাফ রিপোর্টারঃ গাইবান্ধা শতবর্ষী পাবলিক লাইব্রেরী এন্ড ক্লাবের লাইব্রেরী মিলনায়তনকে নতুন আঙ্গিকে সাজানো হয়েছে। প্রয়োজনীয় সংস্কার ও নতুন সংযোজনের পর গত শনিবার রাতে দৃষ্টি নন্দন এই মিলনায়তন ফলক উন্মেচনের মাধ্যমে উদ্বোধন করেন জেলা প্রশাসক ও প্রতিষ্ঠানের সভাপতি মোঃ আবদুল মতিন। এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার ও প্রতিষ্ঠানের সহসভাপতির প্রতিনিধি অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবুল খায়ের। পরে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
লাইব্রেরী সূত্র জানায়, ১১৪ বছর আগে প্রতিষ্ঠিত এই লাইব্রেরী সাম্প্রতিককালে ডিবি রোডকে চারলেনে উন্নীত করার কাজের প্রয়োজনে অনেকটা জায়গা হারিয়েছে। পাশাপশি সেমিপাকা ভবনের টিনের ছাদ, দেয়াল ,আসবাবপত্র দীর্ঘদিনেও সংস্কার না করায় জরাজীর্ণ হয়ে পড়ে। জেলা প্রশাসকের ব্যক্তিগত আগ্রহে ও অর্থানাকূল্যে লাইব্রেরী মিলনায়তনটিকে সংস্কার করা হয়। এ ক্ষেত্রে গাইবান্ধা পৌর মেয়র ও প্রতিষ্ঠানের সহসভাপতি মোঃ মতলুবুর রহমান সহযোগতিার হাত বাড়ান।
প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক জিয়াউল হক জনি বলেন, সংস্কারকৃত মিলনাতনে এর আগে জেলা প্রশাসকের উদ্যোগে ‘বঙ্গবন্ধু কর্ণার’ স্থাপন করা হয়েছে । সেখানে জাতির পিতা শেখ মুজিবুর রহমানের কর্মময় জীবনের আলোকচিত্র, বঙ্গবন্ধু ও বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের ইতিহাস সম্বলিত বই স্থান পেয়েছে। নতুন করে দেশের বিশিষ্টজন, লাইব্রেরীর বিভিন্ন সময়ের সংগঠকদের ছবি দেয়ালে টানানো হয়েছে। ছাদ, দেয়াল ,আলমারী ও পাঠক টেবিল, চেয়ার, আলোক ব্যবস্থা সংস্কার ও নতুন করে স্থাপন করা হয়েছে। কিছুদিনের মধ্যেই জেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতা প্রতিষ্ঠানের প্রধান মিলনায়তন সংস্কার ও আধুনিকায়নের প্রতিশ্রুতি দিয়েছেন। জেলা প্রশাসকের মূল নেতৃত্বে লাইব্রেরী এন্ড ক্লাবটিকে আরও বর্ণাঢ্য সাজে সাজানোর পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
উদ্বোধন পর্ব শেষে প্রতিষ্ঠানের নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোঃ আবদুল মতিনের সভাপতিত্বে এতে বিভিন্নœ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com