শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩, ০৯:৪৪ পূর্বাহ্ন

পাবলিক লাইব্রেরি এন্ড ক্লাবের নতুন কমিটি

পাবলিক লাইব্রেরি এন্ড ক্লাবের নতুন কমিটি

স্টাফ রিপোর্টারঃ গাইবান্ধা পাবলিক লাইব্রেরি এন্ড ক্লাবের নতুন কমিটির সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত গাইবান্ধা পাবলিক লাইব্রেরি এন্ড ক্লাবের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে অংশ নেওয়া একটিমাত্র প্যানেলের সকল প্রার্থীকেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন। নির্বাচিতরা হলেন- সহসভপতি রনজিৎ বকসী সূর্য, সাধারণ সম্পাদক জিয়াউল হক জনি, সহসাধারণ সম্পাদক পদে কামরুল হাসান সেলিম এবং বাপী দাস। এ ছাড়া কার্যনির্বাহী সদস্য পদে অধ্যাপক অমিতাভ দাশ হিমুন, মোঃ নিয়াজ রহমান লোটন, মোঃ আরিফুল ইসলাম বাবু, রাগিব হাসান চৌধুরী রাগিব, এ্যাডঃ হানিফ বেলাল, মোঃ গোলাম মারুফ মনা, উপাধ্যক্ষ জহুরুল কাইয়ুম, ডাঃ এম রাশেদুল হাসান বকুল, কাজী জিয়াউল হাফিজ, হুমায়ুন কবীর টিটু, কে.এম রাশেদ ও মোঃ রকিবুল ইসলাম রিটন। পদাধিকার বলে পাবলিক লাইব্রেরি এন্ড ক্লাবের সভাপতি পদে থাকেন জেলা প্রশাসক। গতকাল বিষয়টি নিশ্চিত করেছেন মুখ্য নির্বাচন কমিশনার ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আলমগীর কবির। এর আগে গত ১৪ জানুয়ারি গাইবান্ধা পাবলিক লাইব্রেরি এন্ড ক্লাবের নির্বাচনে মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে একটিমাত্র প্যানেল মনোনয়নপত্র জমা দেয়। দুটি পক্ষ থাকলেও এবারের নির্বাচনকে ঘিরে সমঝোতা হয়। পরে উভয় পক্ষের আগ্রহীদের নিয়েই গঠন করা হয় প্যানেল। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, গত ১৯ জানুয়ারি বিকাল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করার শেষ সময় ছিল। ভোট গ্রহণের জন্য ২৯ জানুয়ারি দিন নির্ধারণ করা হয়েছিল। তবে একটিমাত্র প্যানেল থাকায় ভোট গ্রহণের আর প্রয়োজন পড়েনি।

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com