শুক্রবার, ০২ জুন ২০২৩, ১১:৩৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম
সাপমারা ইউনিয়ন হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত শিক্ষা ব্যাবস্থা উন্নত আধুনিক ও শিক্ষার মান উন্নয়নের কৃতিত্ব একমাত্র প্রধানমন্ত্রীর -মাহমুদ হাসান রিপন এমপি সুন্দরগঞ্জে সাব প্রাণী সম্পদ কল্যাণ কেন্দ্রের বেহালদশাঃ গ্রাম গঞ্জে পশু ডাক্তারের নামে হাতুড়ে ডাক্তারের ছড়াছড়ি গাইবান্ধায় আওয়ামীলীগের ঐতিহাসিক ৭ ই মার্চ উদযাপন সাঘাটায় রেকর্ডভুক্ত জমিতে ব্রীজ নিমার্ণ কাজে বাধাঁ প্রদান করায় ঠিকাদার কর্তৃক থানায় অভিযোগ কলেজপাড়ায় পৌর নাগরিকদের সভা নলডাঙ্গায় নবীন ও বসন্ত বরণ অনুষ্ঠান গাইবান্ধায় স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে মতবিনিময় সভা গাইবান্ধায় মহিলা আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন গোবিন্দগঞ্জে সরকারি বই বিক্রিকালে জনতার হাতে শিক্ষক-কর্মচারী আটক

সাদুল্লাপুরে পানির স্রোতে কালভার্ট ভেঙে ভোগান্তিতে গ্রামবাসী

সাদুল্লাপুরে পানির স্রোতে কালভার্ট ভেঙে ভোগান্তিতে গ্রামবাসী

Digital Camera

সাদুল্লাপুর প্রতিনিধিঃ গত বন্যায় সাদুল্লাপুর উপজেলার জামালপুর ইউনিয়নে পানির স্রোতে ভেঙে গেছে কালভার্টসহ সংযোগ সড়ক। এতে চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে ওই পথে চলাচলকারী গ্রামবাসীদের।
গত বৃহস্পতিবার সকালে জামালপুর ইউনিয়নের খোর্দ্দ রসুলপুর হাজির জাঙ্গাল-কলপাড়া বটতলা পর্যন্ত কাঁচা সড়কের ভাঙা স্থানে দেখা গেছে মানুষদের ঝুঁকি নিয়ে চলাচলের চিত্র।
জানা যায়, গত মাসে এই এলাকা দিয়ে বয়ে গেছে ভয়াবহ বন্যা। এ সময় স্থানীয় খলশেগাড়ি বিলের পানি হাজির জাঙ্গালের কালভার্ট দিয়ে প্রবাহিত হয়ে চোঙ্গার বিলে প্রবেশ করেছে। এতে কালভার্টটির ভেতর দিয়ে পানি প্রবাহে বাধাগ্রস্ত হয়। ফলে পানির তীব্র স্রোতে ওই কালভার্ট ও দু’পাশের সংযোগ সড়ক ভেঙে পড়ে। এ কারণে বিচ্ছিন্ন হয়েছে সহস্রাধিক মানুষের যোগাযোগ ব্যবস্থা।
বিদ্যমান পরিস্থিতিতে উত্তর ফদিরপুর, ইসবপুর, খোর্দ্দ রসুলপুর ও বুজরুক রসুলপুর গ্রামসহ আরও বেশ কিছু গ্রামের সহস্রাধিক মানুষের চলাচল বন্ধ রয়েছে। এসব মানুষেরা বিভিন্ন হাট-বাজার ও আত্মীয়-স্বজনের বাড়িতে বিকল্প রাস্তা ঘুরে যাতায়াত করছে। আবার অনেকে হেঁটে কিংবা বাইসাইকেল ঘাড়ে নিয়ে ঝুঁকিতে ভাঙা স্থান দিয়ে পারাপার হচ্ছে। ফলে সেখানে হরহামেশা ঘটছে ছোটখাটো দুর্ঘটনা। হাজির জাঙ্গালের ওই ভাঙা কালভার্ট ও সড়কটি মেরামতের জন্য সংশ্লিষ্টদের জানিয়ে কোনো কাজ হয়নি বলে ভুক্তভোগীদের অভিযোগ।
খোর্দ্দ রসুলপুর আশরাফুল উলুম হাফেজিয়া মাদরাসার প্রতিষ্ঠাতা আবু বক্কর সিদ্দিক বলেন, হেঁটে চলা মানুষদের চলাচলের সুবিধার্থে ভাঙা স্থানে বাঁশের সাঁকো দেয়া হয়েছে। সম্প্রতি সেটিও নড়বড়ে হয়ে গেছে।
জামালপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান নুরুজ্জামান ম-ল জানান, পরিষদের আওতাধীন যেসব রাস্তা, ব্রিজ-কালভার্ট বন্যায় ক্ষয়ক্ষতি হয়েছে, সেগুলো মেরামতের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com