রবিবার, ০১ অক্টোবর ২০২৩, ১২:৩১ অপরাহ্ন
সাদুল্লাপুর প্রতিনিধিঃ শিশুরা সবার কাছে অতি আদরের, তাদের সুরক্ষার দায়িত্ব আমাদের সকলের। সচেতন পরিবার সুরক্ষিত শিশু, এই শ্লোগানে মাইক প্রচারে সরব হয়ে উঠেছে সাদুল্লাপুর উপজেলার সর্বত্র। বন্যার পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধে এমন মাইকিং করা হচ্ছে জেলার প্রত্যেকটি ইউনিয়ন পর্যায়ে।
গতকাল জেলা তথ্য অফিসের উদ্যোগে সাদুল্লাপুর উপজেলার রসুলপুর নলডাঙ্গা, দামোদরপুর, জামালপুর ও বনগ্রাম ইউনিয়নের বিভিন্ন স্থানে জনসচেতনতামূলক ওই মাইক প্রচার করতে দেখা গেছে।
জানা যায়, বাংলাদেশে শিশু মৃত্যুর হার ভয়াবহ। পানিতে ডুবে ৮০ ভাগ শিশু মারা যায় বাড়ির পাশের পুকুর ও খালে। এছাড়া বন্যা প্রবণ এলাকা গাইবান্ধা। সম্প্রতি জেলার প্রত্যান্ত অঞ্চলে বন্যার পানিতে ভরে রয়েছে খাল-পুকুর। যার ফলে পানিতে ডুবে শিশু মৃত্যু প্রবণতা দেখা দিয়েছে। এ মৃত্যু প্রতিরোধে অভিভাবকদের সচেতন করতে গাইবান্ধা জেলা তথ্য অফিস কর্তৃক বিভিন্ন এলাকায় মাইক প্রচারণা অব্যাহত রেখেছে ।
এ বিষয়ে গাইবান্ধা জেলা তথ্য অফিসার হায়দার আলী বলেন, পানিতে ডুবে শিশু মৃত্যুর হার বাড়ছে। এটি প্রতিরোধে সেপ্টেম্বর থেকে শুরু করে অক্টোবর মাস পর্যন্ত জনসচেতনতামূলক প্রচারণা চলমান থাকবে।