মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩, ১০:২১ অপরাহ্ন

পাঁচপীর-সুন্দরগঞ্জ সড়ক নয় যেন মরণ ফাঁদ

পাঁচপীর-সুন্দরগঞ্জ সড়ক নয় যেন মরণ ফাঁদ

সুন্দরগঞ্জ প্রতিনিধিঃ বৃষ্টি বাদলের কারণে পাঁচপীর-সুন্দরগঞ্জ তিস্তা বন্যা নিয়ন্ত্রণ বাঁধটি বেলকা বাজার সংলগ্ন স্থানে ধসে গিয়ে যেন মরণ ফাঁদে পরিণত হয়েছে । এখন পর্যন্ত ধসে যাওয়া স্থানটি মেরামতের কোন ব্যবস্থা নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। অত্যন্ত ঝুঁকি নিয়ে বাঁধটি দিয়ে যানবাহন চলাচল করছে। সুন্দরগঞ্জ উপজেলার পূবাঞ্চলের যোগাযোগের একমাত্র মাধ্যম এই বন্যা নিয়ন্ত্রণ বাঁধটি। প্রতিদিন ছোটখাট হাজারও যানবাহন বাঁধটি দিয়ে চলাচল করে। বাঁধটির ডানতীর কামারজানী হতে বামতীর ঘগোয়া পর্যন্ত দীর্ঘ ৩৫ কিলোমিটারের মধ্যে সম্প্রতিকালের বৃষ্টি বাদলে অর্ধশতাধিক স্থানে বড় গর্তের সৃষ্টি হয়েছে। কয়েকটি স্থানে বাঁধটি ভেঙে যাওয়ার সম্ভবনা দেখা দিয়েছে। বেলকা গ্রামের নওয়াব উদ্দিন জানান, বৃষ্টির কারণে বেলকা বাজার সংলগ্নস্থানে বন্যা নিয়ন্ত্রণ বাঁধটি ধসে গেছে। সে কারণে যানবাহন চলাচল প্রায় বন্ধ হয়ে পড়েছে। ঝুঁকি নিয়ে চলাচল করছে যাত্রী সাধারণ। বেলকা ইউপি চেয়ারম্যান ইব্রাহিম খলিলুল্লাহ জানান, বাঁধটির মধ্যে সৃষ্টগর্ত মেরামত করা একান্ত প্রয়োজন। তা না হলে প্রতিদিন ছোটখাট দূর্ঘটনার সম্ভবনা রয়েছে। তিনি বলেন এক বছর অতিবাহিত হলেও বন্যায় ক্ষতিগ্রস্থ রাস্তাঘাট এখন সংস্কার করা হয়নি। উপজেলা নিবার্হী অফিসার মোহাম্মদ আল মারুফ জানান, বিষয়টি তিনি জানেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বাঁধটি সংস্কার ও মেরামতের জন্য বলা হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের নিবার্হী প্রকৌশলী মোখলেছুর রহমান জানান, অতিদ্রুত ক্ষতিগ্রস্থ স্থান মেরামত করা হবে।

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com