শুক্রবার, ০২ জুন ২০২৩, ১০:২২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম
সাপমারা ইউনিয়ন হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত শিক্ষা ব্যাবস্থা উন্নত আধুনিক ও শিক্ষার মান উন্নয়নের কৃতিত্ব একমাত্র প্রধানমন্ত্রীর -মাহমুদ হাসান রিপন এমপি সুন্দরগঞ্জে সাব প্রাণী সম্পদ কল্যাণ কেন্দ্রের বেহালদশাঃ গ্রাম গঞ্জে পশু ডাক্তারের নামে হাতুড়ে ডাক্তারের ছড়াছড়ি গাইবান্ধায় আওয়ামীলীগের ঐতিহাসিক ৭ ই মার্চ উদযাপন সাঘাটায় রেকর্ডভুক্ত জমিতে ব্রীজ নিমার্ণ কাজে বাধাঁ প্রদান করায় ঠিকাদার কর্তৃক থানায় অভিযোগ কলেজপাড়ায় পৌর নাগরিকদের সভা নলডাঙ্গায় নবীন ও বসন্ত বরণ অনুষ্ঠান গাইবান্ধায় স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে মতবিনিময় সভা গাইবান্ধায় মহিলা আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন গোবিন্দগঞ্জে সরকারি বই বিক্রিকালে জনতার হাতে শিক্ষক-কর্মচারী আটক

পশ্চিম মির্জাপুর ফাজিল ডিগ্রী মাদ্রাসায় ব্যাপক অনিয়মের অভিযোগ

পশ্চিম মির্জাপুর ফাজিল ডিগ্রী মাদ্রাসায় ব্যাপক অনিয়মের অভিযোগ

পলাশবাড়ী প্রতিনিধিঃ পলাশবাড়ীর পশ্চিম মির্জাপুর ফাজিল ডিগ্রী মাদ্রাসার শিক্ষকরা অনিয়মিতভাবে মাদ্রাসায় আসে এবং সময়ের আগেই চলে যায় মর্মে এলাকাবাসী জানায়। সরেজমিনে গিয়ে জানা যায়, পলাশবাড়ী উপজেলার পশ্চিম মির্জাপুর ফাজিল ডিগ্রী মাদ্রাসার অধ্যক্ষের দায়িত্ব অবহেলার কারণে ওই বিদ্যালয়ের শিক্ষকগণ ১১টা হতে ১২টার মধ্যে মাদ্রাসায় আসেন এবং দুপুর ১টার সময় মাদ্রাসা ছুটি দিয়ে চলে যাওয়ার অভিযোগ উঠেছে। গতকাল ২২ মে দুপুর ১২.৩০ মিনিটে মাদ্রাসায় উপস্থিত হলে মাদ্রাসার অধ্যক্ষসহ কয়েকজন স্টাফকে মাদ্রাসা মাঠে বসে থাকতে দেখা যায়। তবে এর আগে ওই মাদ্রাসার শিক্ষার্থীদের বই খাতা নিয়ে বাড়ীতে যেতে দেখা যায়। তাদের জিজ্ঞাসা করলে তারা জানান, মাদ্রাসাটি ছুটি দেওয়া হয়েছে। এব্যাপারে অত্র মাদ্রাসার অধ্যক্ষ জাহিদুল ইসলাম জানানা, মাদ্রাসায় মোট ৩০ জন স্টাফ রয়েছে। কতজন শিক্ষার্থী রয়েছে তা তিনি সঠিকভাবে বলতে পারেননি। তিনি আরও জানান, ১০টা থেকে ৪টা পর্যন্ত মাদ্রাসা খোলা রাখার নির্দেশনা রয়েছে। তবে সময়ের আগেই ছুটি দেওয়ার হয়েছে তা তিনি অস্বীকার করেন। কিন্তু প্রতিটি শ্রেণিকক্ষের দরজায় তালাবদ্ধ অবস্থায় দেখা যায়। সে সময় ৮ জন শিক্ষক-কর্মচারীকে মাদ্রাসার মাঠে চেয়ারে বসে থাকতে দেখা যায়। এব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহাতাব হোসেনকে জানালে তিনি বলেন, অনিয়মের সত্যতা থাকলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com