শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩, ০৭:২৫ অপরাহ্ন
পলাশবাড়ী প্রতিনিধিঃ পলাশবাড়ী উপজেলা প্রাথমিক শিক্ষকদের ঈদের বোনাস বিল নিয়ে হিসাব সহকারীর সঙ্গে শিক্ষকদের উত্তেজনা ও লাঞ্চিতের ঘটনা ঘটেছে। গতকাল রবিবার সকাল ১০.৪৫ মিনিটে শিক্ষকদের সঙ্গে হিসাব সহকারীর এ ঘটনা ঘটে। সরেজমিনে জানা যায়, শিক্ষকদের পবিত্র ঈদ-উল-আযহার বেতন বোনাস যথাসময়ে না হওয়ায় হিসাব সহকারী আশাদুল ইসলাম হ্যাপীর সঙ্গে শিক্ষকদের উত্তেজনার সৃষ্টি হয়। আশাদুল ইসলাম হ্যাপী সাংবাদিকদেরকে বিষয়টি নিশ্চিত করে বলেন, শিক্ষকদের বেতন বোনাস আমরা তিনজন দেখি। তবে তাদের বিলটি আমি দেখিনা। অথচ শিক্ষক সিসাম, মিজান, তাজ উদ্দীন, বাবু সহ আরও কয়েকজন শিক্ষক আমাকে শারীরিকভাবে লাঞ্চিত, গালিগালাজ করা সহ বিভিন্ন ধরনের হুমকি প্রদান করে। হ্যাপী আরও জানায়, বিলটি ট্রেজারী অফিসে যাদের দেখার নিয়ম তারা না দেখে আমাকে দোষারোপ করা হয়েছে। আমি এ ব্যাপারে সঠিক বিচার কামনা করছি। এরপর উল্লেখিত শিক্ষকগণকে হ্যাপীকে লাঞ্চিত করার ব্যাপারে জিজ্ঞাসা করলে, তারা বিষয়টি অস্বীকার করেন এবং জানান, তাকে আঘাত করার কোন প্রশ্নই উঠেনা। সে মিথ্যা তথ্যা আপনাদের দিয়েছে। এব্যাপারে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুস সালামকে বিষয়টি অবহিত করিলে তিনি অত্যান্ত দুঃখ করে বলেন, আমি অফিসে আসা পর্যন্ত শিক্ষকদের অপেক্ষা করাটা উচিত ছিল। শিক্ষকদের বিল বেতন আমার অফিসের তিনজন দেখেন। তবে আমার জানামতে তাদের বিলটি এ্যাকাউন্ট অফিসে পাশ হয়েছে। তবে হ্যাপীকে লাঞ্চিত করার ব্যাপারে তিনি শুনেছেন এবং বিষয়টি নিয়ে শিক্ষকদের সঙ্গে বসবেন বলে সাংবাদিককে জানায় ।