শনিবার, ০৯ ডিসেম্বর ২০২৩, ০৩:৩০ অপরাহ্ন

পলাশবাড়ী পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা

পলাশবাড়ী পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা

পলাশবাড়ী প্রতিনিধিঃ গত ২৮ জুন পলাশবাড়ী পৌরসভায় উন্মক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। ২০২০-২০২১ অর্থ বৎসরের বাজেট ঘোষণা করেন পৌর প্রশাসক ও আওয়ামীলীগ সভাপতি আবু বকর প্রধান। সকাল ১১টায় পৌর ভবনে বাজেট ঘোষণাকালে পৌর প্রশাসক আবু বকর প্রধান সহায়ক কমিটি ও সাংবাদিকদের নিয়ে উন্মুক্ত আলোচনা করেন। আলোচনায় পৌরসভার মধ্যে বিশেষ করে কালিবাড়ী হাটের উন্নয়ন ও পরিস্কার-পরিচ্ছন্নতার উপর গুরুত্ব প্রদান করা হয়। গত অর্থ বছরের ৮৩ লক্ষ টাকার উন্নয়ন কাজ চলমান বলে তিনি উল্লেখ করেন। এছাড়া পৌরসভায় বয়স্ক ও বিধবা ভাতার ব্যাপারে সহায়ক কমিটিদের স্বচ্ছতার সহিত কাজ করার আহ্বান জানান। প্রধানমন্ত্রীর নির্দেশ দূর্নীতি মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষে পৌরসভায় উন্নয়ন কাজ গুলো স্বচ্ছতার সহিত ও চোখে পরার মত কাজ করার জন্য সকলের সহযোগিতা কামনা করেন। এই প্রথম ২০২০-২০২১ অর্থ বৎসরের ১১ কোটি ৯০ লক্ষ ৫৪ হাজার টাকা বাজেট ঘোষণা করে বলেন, ২০২০-২০২১ অর্থ বৎসরে প্রস্তাবিত রাজস্ব উন্নয়ন ১১ কোটি ৭১ লক্ষ ৯ হাজার ৩’শ টাকা ব্যায় ধার্য্য করেন। বাজেট ঘোষণার সময় পৌর সহায়ক কমিটির সদস্য আলী রেজা গোলাপ, শহিদুল ইসলাম বাদশা, পৌর সচিব মুনছুর আলম, পৌর ইঞ্জিনিয়ার সাজ্জাদ হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com