সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ১০:০৪ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ পলাশবাড়ী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবদুস ছালাম বদলী হওয়ার ৬ দিনেও দায়িত্ব হস্থান্তর না করে তালবাহানা করায় অফিসের কার্যক্রম চরমভাবে ব্যাহত হচ্ছে। ব্যাপক ভোগান্তিতে পড়েছেন শিক্ষকরা। অবস্থা দৃষ্টে মনে হয়, যেন দেখার কেউ নেই।
শিক্ষকদের অভিযোগে জানা যায়, ৬৭ টি প্রাথমিক বিদ্যালয়ে মেরামতের জন্য ১ কোটি ৩৪ লক্ষ টাকা বরাদ্দ দেয়া হলে কাজ না করেই ৩০ লক্ষ টাকা আত্মসাত করেছে। প্রধান শিক্ষকদের ভ্রমন বিল, ভ্যাটের নামে অতিরিক্ত টাকা আদায়, মেরামতের নামে বিভিন্ন বিদ্যালয়ে ডাবল বরাদ্দ দেখিয়ে ভূয়া বিল দাখিলের মাধ্যমে ট্রেজারী হতে টাকা উত্তোলন করে উল্লেখিত পরিমান টাকা আত্মসাত করেন । এ সব দুর্নীতি প্রমানিত হওয়ায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের নির্দেশে উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) এ কে এম আব্দুস ছালামকে গত ৮ এপ্রিল ২০২১ তারিখ সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলায় প্রশাসনিক বদলীর আদেশ দেয়া হয়েছে। যার স্মারক নং ৩৮,০১,০০০০,৩০০,১৯,০১৭,২১, ৮/১(১২)।