সোমবার, ২৭ মার্চ ২০২৩, ০৬:১১ পূর্বাহ্ন
পলাশবাড়ী প্রতিনিধিঃ পলাশবাড়ী নদীর চর এলাকা এখন ভুট্টা চাষে ভরে উঠেছে। কৃষকদের কাছে চর এলাকার জমি এখন অনেক গুরুত্ব বৃদ্ধি পেয়েছে। ইতিপূর্বে নদীর চর এলাকায় অধিকাংশ জমি সারা বছর পরে থাকতো। মাঝে মধ্যে দেখা যেত কিছু কাউন ও খেরাজ ও মিষ্টি আলুর চাষ। তাতে কৃষকদের পারিশ্রমিক খরচও ঠিকমতো পেত না। কিন্তু বর্তমানে ভুট্টা চাষে ভরে উঠেছে নদীর চর এলাকাগুলো। এছাড়াও আলু, মরিচ, লাউ অনেক জমিতে লাভবান ফসল হিসেবে স্থান পেয়ে কৃষকদের কাছে। বিশেষ করে নদীর চর এলাকায় দাড়ালে যতদুর চোখ যায় শুধু ভুট্টা আর ভুট্টার চাষ ছাড়া কিছু চোখে পড়েনা। ফলে চর এলাকার জমি গুলোর এখন কদর বেড়েছে। নদীর চর এলাকার জমিতে ভুট্টার ফলন অনেক গুণে ভালো হয়। তাই নদীর চর কৃষকদের কাছে আর অবহেলিত নয়। নদীর চরে এখন সোনা ফলছে কৃষকেরা সুখের স্বপ্ন রচনা করছে।