সোমবার, ২৯ মে ২০২৩, ০১:৪৭ পূর্বাহ্ন
পলাশবাড়ী প্রতিনিধিঃ পলাশবাড়ী উপজেলার ৮নং মনোহরপুর ইউনিয়নের খামার জামিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের দায়িত্ব অবহেলা ও উদাসীনতার কারণে দীর্ঘদিন থেকেই বিদ্যালয়টিতে শিক্ষার্থী উপস্থিতি অত্যান্ত নি¤œমূখী হয়ে পড়েছে। ১১ মার্চ বেলা ১২.৪৫ মিনিটে ঐ বিদ্যালয়ে উপস্থিত হলে শুধু ২ জন সহকারী শিক্ষক মাসুদার রশিদ ও গোলাম মোস্তফাকে উপস্থিত পাওয়া যায়। তবে কোন শিক্ষার্থীকে বিদ্যালয়ে উপস্থিত পাওয়া যায় নাই। জানা যায়, গত বছরে ৭৫ লক্ষ টাকা ব্যয়ে বিদ্যালয়ের ভবন নির্মাণ করা হয়। সে সময় বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল ৭ জন। উপজেলায় অনেক ঝুঁকিপূর্ণ বিদ্যালয়ের ভবন থাকলেও সংশ্লিষ্ট বিভাগের রহসজনক কারণে ৭ জন শিক্ষার্থীর সমন্বয়েই ৭৫ লক্ষ টাকা ব্যয়ে ভবন নির্মাণ করা হয়। তবে কোন শিক্ষার্থীকে বিদ্যালয়ে উপস্থিত পাওয়া যায় নাই। এ ব্যাপারে সহকারী শিক্ষক মাসুদার রশিদ জানায়, প্রধান শিক্ষক মাসিক মিটিং-এ গিয়েছে এবং পাশের্^র একটি বিদ্যালয়ে টিফিনের সময় শিক্ষার্থীদের নাস্তা দেওয়া হয়, শিক্ষার্থীরা সেখানে গিয়েছে। সেকারণেই এলাকার শিক্ষার্থীরা ঐ বিদ্যালয়ে যায়। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারঃ) আব্দুস ছালামের সঙ্গে মোবাইল ফোনে বিদ্যালয়ে শিক্ষার্থী শূন্য ব্যাপারে কথা হলে তিনি জানান ব্যবস্থা নেয়া হবে। অপরদিকে উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের তেকানী সরকারি প্রাথমিক বিদ্যালয় ১ম শ্রেণি থেকে ৫ম শ্রেণি পর্যন্ত মোট ১০ জন শিক্ষার্থী নিয়ে বিদ্যালয়টি পরিচালিত হয়ে আসছে। এলাকাবাসী জানায়, মান-সম্মত শিক্ষা ব্যবস্থা না থাকায় বিদ্যালয়ে শিক্ষার্থী দিন দিন কমিয়েই যাচ্ছে। তবে সংশ্লিষ্ট বিভাগের সঠিক তৎপরতা গ্রহণ করলে শিক্ষার মান উন্নয়ন হবে বলে তাদের ধারণা।