শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩, ০৮:৩০ পূর্বাহ্ন
পলাশবাড়ী প্রতিনিধিঃ পলাশবাড়ীতে বিভিন্ন অফিস ও উন্নয়নমূলক কাজ পরিদর্শন করেন গাইবান্ধা জেলা প্রশাসক মোঃ অলিউর রহমান। গতকাল সকালে পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়ন পরিষদ, ইউনিয়ন ভূমি অফিস, মাঠের বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন তিনি। এ সময় বিদ্যালয়টিতে ৫ জন শিক্ষকের বিপরীতে তৃতীয় শ্রেণিতে ৪ জন, চতুর্থ শ্রেণিতে ১২ ও পঞ্চম শ্রেণীতে মাত্র ২ জন শিক্ষার্থী উপস্থিত পান তিনি। স্কুলে শিক্ষার্থী উপস্থিতি কম দেখে অসন্তোষ প্রকাশ করেন তিনি শিক্ষকদের মাঝে বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন। এরপর বেতকাপা ইউনিয়নের নান্দিশহর বকুলতলা বাজারের গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ টিআর প্রকল্পের অধীনে রাস্তার ইটের সলিংকরণ ও মাটির কাজ পরিদর্শন করেন তিনি। শেষে পলাশবাড়ী পৌরসভা পরিদর্শন করেন জেলা প্রশাসক মোঃ অলিউর রহমান। পরিদর্শনকালে উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান, পৌর মেয়র গোলাম সারোয়ার প্রধান বিপ¬ব, পৌর সচিব, পৌর প্রকৌশলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাহিদুজ্জামান, বেতকাপা ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, উপজেলা কৃষকলীগের সভাপতি মহব্বতজান চৌধুরী, সেকেন্দার আলী, মাহমুদুজ্জামান প্রান্ত, রেজাউল করিম লালু উপস্থিত ছিলেন।