শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩, ০৮:৩০ পূর্বাহ্ন

পলাশবাড়ীর উন্নয়নমূলক কাজ পরিদর্শন করেলেন জেলা প্রশাসক

পলাশবাড়ীর উন্নয়নমূলক কাজ পরিদর্শন করেলেন জেলা প্রশাসক

পলাশবাড়ী প্রতিনিধিঃ পলাশবাড়ীতে বিভিন্ন অফিস ও উন্নয়নমূলক কাজ পরিদর্শন করেন গাইবান্ধা জেলা প্রশাসক মোঃ অলিউর রহমান। গতকাল সকালে পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়ন পরিষদ, ইউনিয়ন ভূমি অফিস, মাঠের বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন তিনি। এ সময় বিদ্যালয়টিতে ৫ জন শিক্ষকের বিপরীতে তৃতীয় শ্রেণিতে ৪ জন, চতুর্থ শ্রেণিতে ১২ ও পঞ্চম শ্রেণীতে মাত্র ২ জন শিক্ষার্থী উপস্থিত পান তিনি। স্কুলে শিক্ষার্থী উপস্থিতি কম দেখে অসন্তোষ প্রকাশ করেন তিনি শিক্ষকদের মাঝে বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন। এরপর বেতকাপা ইউনিয়নের নান্দিশহর বকুলতলা বাজারের গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ টিআর প্রকল্পের অধীনে রাস্তার ইটের সলিংকরণ ও মাটির কাজ পরিদর্শন করেন তিনি। শেষে পলাশবাড়ী পৌরসভা পরিদর্শন করেন জেলা প্রশাসক মোঃ অলিউর রহমান। পরিদর্শনকালে উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান, পৌর মেয়র গোলাম সারোয়ার প্রধান বিপ¬ব, পৌর সচিব, পৌর প্রকৌশলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাহিদুজ্জামান, বেতকাপা ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, উপজেলা কৃষকলীগের সভাপতি মহব্বতজান চৌধুরী, সেকেন্দার আলী, মাহমুদুজ্জামান প্রান্ত, রেজাউল করিম লালু উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com