মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩, ০৯:০২ অপরাহ্ন

পলাশবাড়ীতে ৮ কেজি গাঁজাসহ দুই মাদকব্যবসায়ীকে গ্রেফতার

পলাশবাড়ীতে ৮ কেজি গাঁজাসহ দুই মাদকব্যবসায়ীকে গ্রেফতার

পলাশবাড়ী প্রতিনিধিঃ পলাশবাড়ীতে গাড়ী তল্লাশী চালিয়ে ৮ কেজি গাজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
জানা গেছে, পলাশবাড়ী থানার মাসুদ রানার নির্দেশে এস.আই বেলাল হোসেনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স তল্লাশী চৌকি বসিয়ে উপজেলার বরিশাল ইউনিয়নের ঢাকা-রংপুর মহাসড়কের দুবলাগাড়ী নামক স্থানে গতকাল ঢাকা থেকে ছেড়ে আসা সামিউল এন্টারপ্রাইজ নামক একটি বাস দুপুর ১২টা ৫৫ মিনিটে তল্লাশী চালিয়ে ৩ কেজি গাঁজাসহ রাকিব হাসান (২০) নামে একজনকে গ্রেফতার করেন। রাকিব হাসান লালমনিরহাট জেলার সদর থানার কেপাতডাঙ্গা গ্রামের আঃ জোব্বারের ছেলে। অপরদিকে একই স্থানে দুপুর দেড়টায় ফাইভ স্টার গাড়ী তল্লাশী চালিয়ে চাঁন মিয়া (২১) এর কাছ থেকে ৫ কেজি গাঁজাসহ তাকে গ্রেফতার করে। চাঁন মিয়া একই জেলার সদর থানার কুলাঘাট গ্রামের সায়েদ আলীর ছেলে। বিষয়টি নিশ্চিত পলাশবাড়ী থানা অফিসার ইনচার্জ জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ শেষে কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com