রবিবার, ২৬ মার্চ ২০২৩, ০২:৫৯ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ পলাশবাড়ীতে এক অভিযানে ৭৪ ফেনসিডিলসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
থানা সূত্র জানায়, গোপন সূত্রে খবর পেয়ে গত বৃহস্পতিবার বিকেলে এসআই সুলতান মাহমুদের নেতৃত্বে এএসআই রাম চন্দ্র প্রামানিক, এএসআই মোবারক আলী, এএসআই রেজাউল করিমসহ পুলিশের একটি উপজেলার বরিশাল ইউপির দুবলাগাড়ী এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে যানবাহন তল্লাশি অভিযান চালায়। এসময় ঢাকাগামী ‘সফরসঙ্গী পরিবহন’ নামের একটি যাত্রীবাহী বাসে তল্লাশিকালে করে দু’টি স্কুল ব্যাগে রাখা ৭৪ বোতল ফেনসিডিলসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার ডাকাতমারা গ্রামের আব্দুল মোত্তালেবের ছেলে আবু কাওসার শামীম (৩০) ও তার স্ত্রী মিতা খাতুন (২৭)।
এ ঘটনায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা দায়ের হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের গাইবান্ধা কোর্টহাজতে প্রেরণ করা হবে।