সোমবার, ২৭ মার্চ ২০২৩, ০৩:০৯ পূর্বাহ্ন
পলাশবাড়ী প্রতিনিধিঃ পলাশবাড়ীতে পারিবারিক দ্বন্দ্ব কলহের জের ধরে গলায় ওড়না পেঁচিয়ে ২ সন্তানের জনকের আত্মহত্যার ঘটনা ঘটেছে। সরেজমিনে জানা যায়, পলাশবাড়ী পৌর শহরের নুরপুর গ্রামের ছামছুল হকের পুত্র জাহিদ হোসেন বিবাহের পর থেকেই তার স্ত্রী ও পরিবারের মধ্যে দ্বন্দ্ব কলহ চলে আসছিল। একই ধারবাহিকতায় ১৭ সেপ্টেম্বর জাহিদের শ^শুর বাড়ীর লোকজন ও তার পরিবারের মধ্যে পারিবারিকভাবে দ্বন্দ্ব কলহের সৃষ্টি হয়। শ^শুর বাড়ীর লোকজনের পক্ষ হয়ে জাহিদ তার মায়ের সাথে অত্যন্ত খারাপ আচরণ করে। এর একপর্যায়ে দিবাগত রাতে সকলের অজান্তে বাড়ীর অদূরে একটি আমগাছে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। ওই রাতে পরিবারের লোকজন জাহিদকে অনেক খোঁজাখুজি করেও তার কোন সন্ধান মেলেনি। ১৮ সেপ্টেম্বর সকালে এলাকার লোকজন তাকে বাড়ীর অদূরে আমগাছে ঝুলান্ত অবস্থায় দেখতে পায়। থানা অফিসার ইনচার্জ বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশ ময়না তদন্তের জন্য গাইবান্ধা মর্গে প্রেরণ করা হয়েছে।