শনিবার, ০৩ জুন ২০২৩, ১১:৩৩ অপরাহ্ন
পলাশবাড়ী প্রতিনিধিঃ পলাশবাড়ীতে ২টি স্থানে করতোয়া বাঁধ ভেঙে কয়েকটি গ্রাম প্লাবিত। কৃষকদের নানা ফসলের ক্ষয়ক্ষতি এবং রোপা আমন ধানের ব্যাপক ক্ষতি। জানা যায়, পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের করতোয়া বাঁধের কিশোরগাড়ী মৌজার মেহের মাষ্টারের বাড়ী সংলগ্ন বাঁধ ভেঙে ৬টি গ্রাম প্লাবিত। একটানা কয়েকদিনের ভারী বর্ষণে এবং উজান থেকে নেমে আসা ঢলে গত রাতেই বাঁধটি ভেঙে বন্যার পানি প্লাবিত হয়ে কয়েকটি গ্রামের রোপা আমন ধানসহ রবি শষ্য মুলা বেগুন লাউ কপি বন্যায় ক্ষয়ক্ষতি দেখা দিয়েছে। এলাকাবাসী জানায়, গত ১২ ঘন্টায় ৩ ফুট পানি বৃদ্ধি পেয়েছে। তাতে আগামী এক-দুই দিনের মধ্যে কয়েকটি গ্রামের মানুষ পানি বন্দি হয়ে পড়বে। এছাড়াও ভারী বর্ষণে এলাকার নিঞ্চলের রোপা আমন ধান সহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি দেখা দিয়েছে। অপরদিকে উক্ত বাঁধের রংপুর পানি উন্নয়ন বোর্ডের অধীনে খায়রুল কবির রানা ঠিকাদার প্রতিষ্ঠানের মাধ্যমে ২০১৮-২০১৯ অর্থ বছরে চার কোটির অধিক টাকা ব্যয়ে পলাশবাড়ী-পীরগঞ্জ সীমান্ত এলাকা বদনাপাড়া নামক স্থানে করতোয়া নদীর বামতীর প্রতিরক্ষা কাজের ব্লক ধসে নদী গর্ভে। এলাকাবাসী জানান, বাঁধের পাশে থেকে বালু উত্তোলন পূর্বক বাঁধ সংস্কারের কারণেই বাঁধের ব্লকগুলো নদী গর্ভে ধসে গেছে ।