শুক্রবার, ০২ জুন ২০২৩, ১১:৫০ পূর্বাহ্ন
পলাশবাড়ী প্রতিনিধিঃ পলাশবাড়ী উপজেলায় রংপুর-বগুড়া মহাসড়কে মহেশপুর নামক স্থানে হাইওয়ে টহল পুলিশের ধাওয়া খেয়ে ঘটনাস্থলেই ভ্যান চালক ও একটি শিশু নিহত হয় আহত একজন। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রবিবার সকাল অনুমান ১০.৩০ ঘটিকার সময় বিটিসি নামক স্থান থেকে অটোভ্যান তিনটি যাত্রী নিয়ে পলাশবাড়ীর উদ্দেশ্যে আসার সময় হাইওয়ে টহল পুলিশ আটক করার চেষ্টা করলে ভ্যান চালক ভয়ে দ্রুত চলে যাওয়ার সময় পিছনে থানা একটি মাইক্রোবাসের চাপা পড়ে ঘটনাস্থলেই ভ্যান চালক শাফি (৩৪) ও নাহিদ (৭) মৃত্যুবরণ করেন। ভ্যান চালক আজমপুর গ্রামের আব্দুস ছাত্তারের ছেলে বলে জানা যায়। আহত মমতাজ বেগম। এব্যাপারে হাইওয়ে থানার ওসি আব্দুল কাদের জিলানীকে মুঠোফনে জিজ্ঞাসা করলে তিনি নিহতের ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, হাইওয়ে শৃঙ্খলা ও যানজট থেকে মুক্ত হওয়ার লক্ষ্যে অটোভ্যান ও অন্যান্য যানবাহন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এব্যাপারে পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ মাসুদার রহমানকে জিজ্ঞাসা করলে তিনি ঘটনার বিষয়টি নিশ্চিত করেন ।