সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০৩:৩১ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ পলাশবাড়ী উপজেলার শহরের অদূরে পলাশবাড়ী-গাইবান্ধা সড়কে গ্রামীণ ব্যাংকের সামনে গত বুধবার রাতে অজ্ঞাত যানবাহনের চাকায় পিষ্ট হয়ে আনসার আলী মন্ডল (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়। সে উপজেলা শহরের খাদ্য গুদাম জামে মসজিদের সাবেক মোয়াজ্জিন ও পৌরসভার উদয়সাগর গ্রামের মৃত বাচ্চা মন্ডলের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও নিহতের পারিবারিক সুত্রে জানা গেছে, মুদি দোকানী আনসার আলী শারীরিক অসুস্থতার জন্য বাড়ি থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওষুধ আনতে যাওয়ার সময় পলাশবাড়ী-গাইবান্ধা সড়কে গ্রামীণ ব্যাংকের সামনে পৌছলে অজ্ঞাত একটি যানবাহন তাকে চাপা দেয়। এসময় সে গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।