শনিবার, ০৯ ডিসেম্বর ২০২৩, ০১:৩৭ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ দেশে চলছে সরকার ঘোষিত কঠোর লকডাউন। আর এই লকডাউনে জনসমাগম সম্পূর্ণ নিষিদ্ধ করেছে সরকার। এরই ধারাবাহিকতায় মাঠে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পলাশবাড়ী উপজেলার পৌর এলাকায়। করোনা মহামারীকে উপেক্ষা করেই গতকাল সকালে পলাশবাড়ী মহিলা মাদ্রাসা মাঠে ২৫৪০ পরিবারের মাঝে ১০ কেজি করে ভিজিএফ এর চাল বিতরণ করার সিদ্ধান্ত নেয় পলাশবাড়ী পৌর মেয়র। সম্পূর্ন পৌর এলাকা একসঙ্গে দেওয়ার কারনে ভিজিএফ এর চাল নেয়ার জন্য নামে হাজারো মানুষের ঢল। এসময় স্বাস্থ্যবিধির বালাইও ছিলো না কারো মাঝে। ছিলো না ৩ ফিট দূরত্ব কিংবা মাস্ক। পরে পুলিশ ও সেনাবাহিনী এসে পরিস্থিতি স্বাভাবিক করে। এসময় অতিরিক্ত মানুষের জনসমাগম ঘটার কারণে সেনাবাহিনী কিছুক্ষনের জন্য চাল বিতরণ বন্ধ করে দেয়। পরে লকডাউন না মানার কারনে পুরুষদের চাল না দিয়ে মাঠ থেকে বের করে দিয়ে মহিলাদের চাল বিতরণ করা হয়। পরে পরিস্থিতি সাভাবিক হলে বাকিদের মাঝেও চাল বিতরন করা হয়।